গানের নামচুম্বক মন
TitleChumbok Mon
SingerUsha Uthup
LyricistNilayan Chatterjee
MovieKacher Manush
Rate this Lyric

ঘাঁটা মাথা, জীবনের ধুরছাই
বিশৃঙ্খলার গান,
ভলিউম বোতাম কমিয়েছো বলে
বাঁচলো ক্লান্ত কান।
আমি ভাবি মাঝে মাঝে
দেরি হয়ে গেছে,
পাবো না বোধ হয় আপনজন,
ভেবেছিলাম কখনো
প্রেমে জড়াবো না, কিসের এই আকর্ষণ।
Tidi derarara শোন –

কোনো কবি বলেছে থাকুক
যতই দূরে দূরে
ঠিক মিলে যাবে চুম্বক মন।
Tidi derarara শোন,
একা থাকতে পারে না
আঁঠালো হওয়া ছাড়ে না, চুম্বক মন,
একা থাকতে পারে না
আঁঠালো হওয়া ছাড়ে না, চুম্বক মন।

আমি তোর ঘ্যান ঘ্যান ঘ্যানানি
শুনে যাওয়া কান হতে পারি,
তুই আমার রাস রাস রাস্তাপারের
সাহস দেওয়া হাত হতে পারিস,
না বলা যত
খারাপ লেগে থাকা চুপটি করে
বসে থাকা
শুনবি যদি শোন, হুঁ.. মন
একা থাকতে পারে না
আঁঠালো হওয়া ছাড়ে না, চুম্বক মন,
একা থাকতে পারে না
আঁঠালো হওয়া ছাড়ে না, চুম্বক মন।

ছাতার মাথা চিন্তা গুলো
তোকে দেখে সব পালায়,
কিছুরই যখন ঠিক নেই তখন
কেন যে মন ভেবে যায়।

আমি ভাবতাম মাঝে মাঝে
দেরি হয়ে গেছে,
পাবো না বোধ হয় আপনজন,
ভেবেছিলাম কখনো প্রেমে জড়াবো না
উফ বাবা সেই এক জ্বালাতন,
বলছি আমি শোন,
কোনো কবি বলেছে থাকুক
যতই দূরে দূরে
ঠিক মিলে যাবে চুম্বক মন।
একা থাকতে পারে না
আঁঠালো হওয়া ছাড়ে না, চুম্বক মন,
একা থাকতে পারে না
আঁঠালো হওয়া ছাড়ে না, চুম্বক মন।

 

No more tracks found in this category.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *