গানের নামবলা হয় না
TitleBola Hoy Na
SingerTahsan
LyricistSadat Hossain
MovieMayashalik
LabelBinge
3.9/5 - (8 votes)

কত কথা থাকে, বলা যেত তাকে
বলা হয় না,
কত ভুল ফুল, ফুটতে ব্যাকুল
ফোটা হয় না।

কত মিছে গান, মিছে অভিমান
দুয়ারে দাঁড়ায়,
কত মেঘ জল এ বুকে অতল
অলক্ষ্যে হারায়।

দূরে থাকা পাখি, আরও দূরে রাখি
ব্যেথা সয় না,
কত কথা থাকে, বলা যেত তাকে
বলা হয় না।
কত কথা থাকে, বলা যেত তাকে
বলা হয় না, বলা হয় না।

কান্না পেয়ে গেলে
জল চোখ আড়ালে শুকাই,
বুকে তুমি জমে থাকো
তোমাকে কি করে লুকাই ?

কত রাতভোর, অজানা আদর
জানা হয় না,
কত দিন যায় মেঘ কুয়াশা
জল পায় না।

দূরে থাকা পাখি, আরও দূরে রাখি
ব্যেথা সয় না,
কত কথা থাকে, বলা যেত তাকে
বলা হয় না।
কত কথা থাকে, বলা যেত তাকে
বলা হয় না, বলা হয় না।

 

 

No more tracks found in this category.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *