গানের নামমুক্তি দাও
TitleMukti Dao
SingerSonu Nigam
LyricistNilayan Chatterjee
LabelSony Music India
Rate this Lyric

আমি বেমানান
কেন থাকবো যুক্তি দাও,
যদি ভালোবাসো আমায় মুক্তি দাও
যদি ভালোবাসো আমায় মুক্তি দাও।

আমার শিকড় হাজার ঝড়ে
হাল ছেড়েছে মাটি,
মালির জমি কম পড়েছে
কাঠুরিয়া ডাকি।
ইচ্ছেরা খড়-খড়ে
ছড়ে গেছে মন,
কাছের মানুষ হাজার তবু
হাতে গোনা আপন।

যেতে দাও এবার
ব্যথা বাড়তে কেন দাও,
যদি ভালোবাসো আমায় মুক্তি দাও
যদি ভালোবাসো আমায় মুক্তি দাও।।

শুনতে হয় তাই শোনে
টানের বড় মন,
মেঘের পরশ বাড়ি খোঁজে
পেয়ে শুধুই গোপন।
আলোর কালচে কোনে
কান্না মাখি গায়,
তুমিও শেষে আমায় ভুলে
ভাবতে থেকো প্রায়।

যেতে দাও এবার
ব্যথা বাড়তে কেন দাও,
যদি ভালোবাসো আমায় মুক্তি দাও
যদি ভালইবাসো আমায় মুক্তি দাও,
যদি ভালোবাসো আমায় মুক্তি দাও
যদি ভালোবাসো আমায় মুক্তি দাও।।

 

No more tracks found in this category.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *