যদি মন মন কেমন
তোকে ছুঁতে চায়,
চোখ পোড়ায় অন্ধকারে
লাগছে অসহায়।
জানলা জুড়ে মেঘ করেছে হঠাৎ ভিজে যাই
নিজের কাছে খুব অচেনা নিজের পরিচয়।
তোকে ভুলে যাওয়া ভাবছি সহজ
কিন্তু সহজ নয়,
আজ পাশাপাশি গল্প হাঁটে
নিছক অভিনয়।
মন কে বোঝাই পেয়ে হারাই
আলোর চরাচর,
অন্ধ হয়ে যাচ্ছি আমি
ঘরের মধ্যে ঘর।
তোর আকাশে, তোর বাতাসে
অন্য কারো নাম,
তোর চাদরে, তোর বালিশে
মিথ্যে প্রেমের গান।।
মুছে যায় ডাকনাম
খুচরো প্রেমের দাম,
ছেঁড়া তারে জমছে কথা
জমছে অভিমান।
রাস্তা যখন শেষ, মেলেনি ভাগশেষ
অন্ধকারের শরীর জুড়ে আলোর ছদ্মবেশ।
তোকে ভুলে যাওয়া ভাবছি সহজ
কিন্তু সহজ নয়,
আজ পাশাপাশি গল্প হাঁটে
নিছক অভিনয়।
মন কে বোঝাই পেয়ে হারাই
আলোর চরাচর,
অন্ধ হয়ে যাচ্ছি আমি
ঘরের মধ্যে ঘর।
তোর আকাশে, তোর বাতাসে
অন্য কারো নাম,
তোর চাদরে, তোর বালিশে
মিথ্যে প্রেমের গান।।