মন চুপ কেন থাকে না যে
কেবলই কি যে খোঁজে,
হারানো গানের সুরে।
দিন হারায় গোধূলি বাঁকে
যেখানে আলো থাকে,
আর রামধনু রোদ্দুরে।
আমার যাচ্ছে থেমে কাজ
আর আসছে নেমে সাঁঝ,
স্বপ্নে ভাসা কোলাজ
ঝর্ণা হয়ে পড়ছে ঝরে।
ফিরে এসো বারবার
আঁচলেরই লাল পাড়,
অনন্ত অপেক্ষার এক স্টেশন
রূপকথার রূপকথা।
তারা ভরা হাওয়া ছায়াপথে
কে কাকে করাবে আলো স্নান,
ছন্নছাড়া মেঘলা বাঁধা গতে
লজ্জা পেলো একলা ভালো গান।
ঘুম আসেনি চোখের কোলে
কার অবয়ব দোলে,
এই হৃদয়ে অম্লান।
পথ সামনে এগিয়ে থেকে
আমায় গিয়েছে রেখে,
বিগতসময় সাম্পান।
আমার যাচ্ছে থেমে কাজ
আর আসছে নেমে সাঁঝ,
স্বপ্নে ভাসা কোলাজ
ঝর্ণা হয়ে পড়ছে ঝরে।
ফিরে এসো বারবার
আঁচলেরই লাল পাড়,
অনন্ত অপেক্ষার এক স্টেশন
রূপকথার রূপকথা।