গানের নামতোমার খোলা হাওয়া
TitleTomar Khola Hawa
SingerRabindra Sangeet, Somlata Acharyya Chowdhury
LyricistRabindranath Tagore
4.2/5 - (11 votes)

তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।

টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।

সকাল আমার গেল মিছে
বিকেল যে যায় তারি পিছে গো (x2)
রেখো না আর, বেঁধো না আর
কূলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।

মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রিবেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা (x2)
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রূকুটিতে,
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রূকুটিতে
দাও ছেড়ে দাও, ওগো
আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।..

 

Explore more tracks by Rabindra Sangeet

TrackLyricist
তুই চলAnindya Chatterjee
খুঁজে পাবে না আমাকে
প্রতিশ্রুতিAnirvan Mazumder
উড়ে যেতে চায়
যেখানেMasud Hasan Ujjal
ছন্নছাড়া মনSrijato Bandopadhyay
আমাদের কথা গুলোPrasen
ফিরে এসো বারবারRaj Sen
DiaryAnirvan Mazumder
মিথ্যে প্রেমের গান (ব্রেকাপ স্টোরি)Saikat Ghosh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *