যে মেয়েটির লুকোনো তীর
সঠিক তাক করেছে পন,
সে মেয়েটির লাগেনা ভিড়
একাই হয়ে যায় একশো জন।
যে মেয়েটার কথার ধার
লাফিয়ে পার হিংসে ঢেউ,
সে মেয়েটার আমিও তার
পাশে হাঁটার গোপন কেউ।
কথা বলবে সে কাদের
কিছু ভুল আর্তনাদের,
ভাষা বলবে কি তাদের প্রতিবাদের,
পাশে তাদের।
তুই চল এগিয়ে চল
নিয়ে শপথ অগ্নিজল,
তুই বল চেঁচিয়ে বল
জিতে যাওয়ার মন্ত্রবল।
আগামী ডাক দিলো তাকে
এখনই হয়েছে সময়,
বাতিল নিয়মের ফাঁকে
আলোরা হাসে নিশ্চয়।
যে মেয়েটির লক্ষ্য স্থির
ভেঙে প্রাচীর জেতার পন,
সে মেয়েটার তুমিও তার
খুব চেনা আপনজন।
কথা বলবে সে কাদের
কিছু ভুল আর্তনাদের,
ভাষা বলবে কি তাদের প্রতিবাদের,
পাশে তাদের।
তুই চল এগিয়ে চল
নিয়ে শপথ অগ্নিজল,
তুই বল চেঁচিয়ে বল
জিতে যাওয়ার মন্ত্রবল।