গানের নামছন্নছাড়া মন
TitleChhonnochhara Mon
SingerJimut Roy, Soham Chakraborty, Somlata Acharyya Chowdhury
LyricistSrijato Bandopadhyay
LabelSVF Music
Rate this Lyric

ভালোবেসে যদি ধরে থাকো মুঠো
ছাড়তে পারবে না,
ভালোবাসা যদি দিয়ে থাকো তাকে
কাড়তে পারবে না,
এ শহরে যত ফুল ফুটেছে
সব একদিন ঝরে যাবে,
প্রেমিকেরা তবু বান্দা নাছোড়
সে কাব্যই করে যাবে ..

ওরে ছন্নছাড়া মন
তোর কী যে হয় কখন,
তুই একলা থাক, এই মিথ্যে ডাক
তোর সাড়াও দেওয়া বারণ।

এ মুহম্মদ ইয়ে রকাবত
হোগি কব হাসিল,
ইয়া মিটা দে, ইয়া বানা দে
জিনে কে কাবিল।
উম রবাবি, হাম হে রাহি
বান যা তু মনজিল,
এ মুহম্মদ ইয়ে রকাবত
হোগি কব হাসিল?

কাছে এসে কেন দূরে চলে যাবে
ফিরতে পারবে না,
মেঘে মেঘে তার ছোট পাড়াও জেনো
ঘিরতে পারবে না।

বন্দরে যত ভিড়বে জাহাজ
সব একদিন ছেড়ে যাবে,
প্রেমিকেরা তবু শ্রান্ত নাবিক
সে ঝঞ্ঝায় পেরে যাবে ..

ওরে ছন্নছাড়া মন
তোর কী যে হয় কখন,
তুই একলা থাক, এই মিথ্যে ডাক
তোর সাড়াও দেওয়া বারণ।

এ মুহম্মদ ইয়ে রকাবত
হোগি কব হাসিল,
ইয়া মিটা দে, ইয়া বানা দে
জিনে কে কাবিল।
উম রবাবি, হাম হে রাহি
বান যা তু মনজিল,
এ মুহম্মদ ইয়ে রকাবত
হোগি কব হাসিল?
মলা .. মলা …

Explore more tracks by Jimut Roy

TrackLyricist
তোমার খোলা হাওয়াRabindranath Tagore
তুই চলAnindya Chatterjee
খুঁজে পাবে না আমাকে
প্রতিশ্রুতিAnirvan Mazumder
উড়ে যেতে চায়
যেখানেMasud Hasan Ujjal
আমাদের কথা গুলোPrasen
ফিরে এসো বারবারRaj Sen
DiaryAnirvan Mazumder
মিথ্যে প্রেমের গান (ব্রেকাপ স্টোরি)Saikat Ghosh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *