আলুকাবলি ইচ্ছে গুলো
লঙ্কা মাখলে লাগবে ভালো,
পাগলাঝোরা রূপকথারা
বন্ধু হয়ে হাত মেলালো,
মন গাইছে গাইছে বেসুরে
মন গাইছে গাইছে বেসুরে।
রঙমশালে ডাকটিকিটে
ডাক পাঠাবো তোর বাড়িতে,
মন গাইছে গাইছে বেসুরে
মন গাইছে গাইছে বেসুরে।
ছেলেমানুষী রোদে যাচ্ছে ভেসে
আমাদের সব দুষ্টুমি,
বন্ধু মিলে যায় সব বয়েসেই
জেনো তুমি।
মন গাইছে গাইছে বেসুরে,
মন গাইছে গাইছে বেসুরে ..
স্কুলপালানো খুনসুটিতে
চুল খুলেছে আলগা ফিতে,
কোল্ড-কফিতে গলছে ফেনা
তুই ছাড়াতো ভাল্লাগে না।
মন গাইছে গাইছে বেসুরে,
মন গাইছে গাইছে বেসুরে ..