তোমার খোলা হাওয়া
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালেতোমার খোলা হাওয়া, লাগিয়ে পালেতোমার খোলা হাওয়া। টুকরো করে কাছিআমি ডুবতে রাজি আছি,আমি ডুবতে রাজি আছিতোমার খোলা হাওয়া, লাগিয়ে পালেতোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছেবিকেলFull Lyrics
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালেতোমার খোলা হাওয়া, লাগিয়ে পালেতোমার খোলা হাওয়া। টুকরো করে কাছিআমি ডুবতে রাজি আছি,আমি ডুবতে রাজি আছিতোমার খোলা হাওয়া, লাগিয়ে পালেতোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছেবিকেলFull Lyrics
যে মেয়েটির লুকোনো তীরসঠিক তাক করেছে পন,সে মেয়েটির লাগেনা ভিড়একাই হয়ে যায় একশো জন।যে মেয়েটার কথার ধারলাফিয়ে পার হিংসে ঢেউ,সে মেয়েটার আমিও তারপাশে হাঁটার গোপন কেউ। কথা বলবে সে কাদেরকিছুFull Lyrics
কি হবে? কে জানে?আজ শব্দের ভিড়ে ভাবনা যায় পালিয়ে,হারিয়ে,ভেসে বেড়াই অজানা সুরের খোঁজে,এভাবে,দিশেহারা অস্থির আলোর রেষেপাবে কে?সময়ের কাঁটা দেবে যে ঘুরিয়ে। যেখানে ডানা মেলে উড়ে যাই শেষেসেখানে আসতে হলে যাওFull Lyrics
হার-জিত কিছু নয় শুধুএই পাশ থেকে ওই পাশে,আসলে কেউই শত্রু নয়ভাবনার ভুল মনটাতে। চারিদিকে যুদ্ধসাজ, এতো আয়োজনকেড়ে নিচ্ছে স্বপ্ন সব,এ কোন সম্মোহন.. ভয় নেই রে আজকে আরসেই অন্ধকারে,ভয় নেই রেএকসাথেFull Lyrics
নীল ঘুড়িটার যেই ছিঁড়েছে সুতো,চিল পাখিটার ভেঙেছে ডানামিল পেয়েছে আজ দুজনে দুটোঝিল পেরিয়ে ওরা, উড়ে যেতে চায়দূরে যেতে চায়। কতো শীত, ভরা ছাদকতো ঘুম পার করে,কিছু রোদ মরশুম ধার করে।কতোFull Lyrics
যেখানে খুঁজে বেড়াইসেখানে দেখা হলো কোথায়,যেখানে খুঁজে বেড়াইসেখানে দেখা হলো কোথায়,মাঝপথে দারুন হাওয়ায়চমকে থাকা ধুলোর ছায়ায়,অচেনা কোনো ভিড় ঠেলেখুঁজে পাই সেই চেনা চোখ ..এই আড়াল থেকে দেখে দেখেলাগছে তোমায় ভীষণFull Lyrics
ভালোবেসে যদি ধরে থাকো মুঠোছাড়তে পারবে না,ভালোবাসা যদি দিয়ে থাকো তাকেকাড়তে পারবে না,এ শহরে যত ফুল ফুটেছেসব একদিন ঝরে যাবে,প্রেমিকেরা তবু বান্দা নাছোড়সে কাব্যই করে যাবে .. ওরে ছন্নছাড়া মনতোরFull Lyrics
আমাদের কথা গুলোএই দেখোনা মিলে গেল,আমাদের ব্যথা গুলোকোথায় মিলিয়ে গেল। না না নানা না না.. আমাদের কথাগুলোএই দেখোনা মিলে গেল,আমাদের ব্যথাগুলোকোথায় মিলিয়ে গেল। অযথাই, আবেশেতোমাকে ভালো না বেসে,খামোখাই, ফিরে যাইতোমারইFull Lyrics
মন চুপ কেন থাকে না যে কেবলই কি যে খোঁজে,হারানো গানের সুরে। দিন হারায় গোধূলি বাঁকে যেখানে আলো থাকে,আর রামধনু রোদ্দুরে। আমার যাচ্ছে থেমে কাজ আর আসছে নেমে সাঁঝ,স্বপ্নে ভাসাFull Lyrics
কী পেলাম আর কী পেলামনা এ হিসেব মেলেনা কখনও,ধরতে চেয়ে তবু পারলাম না জীবনটাই অধরা এখনো। আর চিনে নেওয়ার ইশরায়জানি হয়েগেছিলো ভুল,ফটোগ্রাফের বন্ধুরাপুরোনো কথায়, ঘেরা স্কুল। ছুটে যাই, ছুঁতে যাইআমিFull Lyrics