যাও পাখি বলো
যাও পাখি বলো হাওয়া ছলছল আবছায়া জানলার কাঁচ, আমি কি আমাকে হারিয়েছি বাঁকে রুপকথা আনাচে-কানাচ। আঙুলের কোলে জ্বলে জোনাকি জলে হারিয়েছি কান সোনা কি, জানলায় গল্পেরা কথা মেঘ যাও মেঘFull Lyrics
যাও পাখি বলো হাওয়া ছলছল আবছায়া জানলার কাঁচ, আমি কি আমাকে হারিয়েছি বাঁকে রুপকথা আনাচে-কানাচ। আঙুলের কোলে জ্বলে জোনাকি জলে হারিয়েছি কান সোনা কি, জানলায় গল্পেরা কথা মেঘ যাও মেঘFull Lyrics
কেন যে তোমাকে দেখিঘুমেরও পাশে কোথাও,স্বপ্নেরই নরম ডালেবলো কেন রং ফোটাও ?হারাতে হারাতেকিভাবে যে পেয়ে যাই,তোমাকে.. তোমাকে.. কেন যে তোমাকে দেখিঘুমেরও পাশে কোথাও,স্বপ্নেরই নরম ডালেবলো কেন রং ফোটাও ?আ.. হারাতেFull Lyrics
টোকা দিলে ভেঙে যাবে সব নীরবতাসব অসুখ সেরে যাবে মুখোমুখি হলে,আমাকে ভাবায় তবু একটাই কথাদুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে। এ শহরে নাম নেই ঠিকানার কোনওযে যার জানলা নিয়ে ভাগFull Lyrics
আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিলো ঠোঁটে নিয়ে খড়কুটো, আজ এলো কোন অজানা বিকেল গান দিলো গোধূলী এক দু মুঠো (x2) তুমি যাবে কি ? বলো যাবেFull Lyrics
কিছু স্বপ্ন, কিছু মেঘলাকিছু বই টই ধুলো লাগা,কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছেএ বসন্ত রাত জাগা। মম চিত্তে, পাশ ফিরতেআজ পলাশ ফুলের কাব্য,নিতি নৃত্যে, ফুল ছিড়তেশুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়াদিলোFull Lyrics
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবনপরেরও বেদন-ব্যথা জানে রে।পরেরও তরে তার শত উপকারে,পরেরও তরে তার শত উপকারেগরব থাকে না কোনোখানে রে,বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবনপরেরও বেদনব্যথা জানে রে। সকলFull Lyrics
আজ আবার ভেসেছে জাহাজমায়াবী দেশ,আজ আবার করেছি অকাজআদর অভ্যেস। এক থেকে দুই, দুই থেকে তিনপাগলের সংসার রঙিন। তিন থেকে চার, কে হবে কারফিউচার যে বড়ই কঠিন।। আজ আবার ছুঁয়েছি দুজনজিওনFull Lyrics
কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো, কি মায়ায়, বেঁধেছো আমায়, বুকে ধরে রাখো আরও কাছে থাকো বুকে ধরে রাখো আরও কাছে থাকো, ভালোবেসে ফেলেছি তোমায়, ওগো পিয়া, কি মায়ায় বেঁধেছোFull Lyrics
কেনো যে তোমাকে দেখি..ঘুমেরও পাশে কোথাও, স্বপ্নেরই নরম ডালেবলো কেনো রং ফোটাও?আ.. হারাতে হারাতেকিভাবে যে পেয়ে যাইতোমাকে.., তোমাকে.. ঘুমের দ্বরে দ্বরেজোনাকির মতো জ্বলেসকাল আসে আদরেসে যে কার কথা বলেআছো এই,Full Lyrics
টোকা দিলে ভেঙে যাবে সব নীরবতাসব অসুখ সেরে যাবে মুখোমুখি হলে,আমাকে ভাবায় তবু একটাই কথাদুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে। এ শহরে নাম নেই ঠিকানার কোনওযে যার জানলা নিয়ে ভাগFull Lyrics