থেকেছি ভাবে আড়িতে খেলেছি বেলোয়ারিতে,মনের আলমারিতে গন্ধ তোর শাড়িদের। গেলো না তোর খুনসুটি পাঁচিল ধরে চল ছুটি,পাঁচমেশালী বায়না তোর হয়েছে আজ রোজ রুটিন। কাপড় মেলা রোদে খুঁজেছি শব্দদের,আটকে গেছে কোথায়,Full Lyrics

ডেকে আনো ভোরআলো আসতে দাও,ভেঙে পড়ার আগেআজ ঘুরে দাঁড়াও। জাগো শক্তি, জাগো স্বপ্ন,জাগো জাগো উমা ..জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে,জাগো জাগো উমা..জাগো বিস্ময়, জাগো স্পন্দন,জাগো জাগো উমা.. আর দেরি নয় আরঅস্ত্রFull Lyrics

চলে যায় ছায়াপথ এলো পায়ের শহীদেশিশিরের ফোটা জল বিঁধে পায়েআমিও ভেসেছি পথে জমে থাকা ধুলো আরআধো আধো নিঃশ্বাস আগুন মাথায়দু হাত বাড়াও তুমি, দু হাত বাড়াও তুমি,কেউ যদি থাকো, দোসরFull Lyrics

কে কোথায় আছে শত্রূ চেনাফের শুরু হল খোঁজ,যায় সময় তবু ধার কমে না,তার যে অস্ত্র মগজ। ফের ছুটে চলা এদেশ ওদেশঠিক খুলে যাবে জট,ফের সময়মতো সল্ভ হবে কেসদুষ্টু লোক স্পিকটিFull Lyrics