নিঝুম রাতের আধারে জোনাকিরা মিটিমিটি জ্বলে তুমি নেই আজ আমি শুধু আছি একা বেঁচে আছি।। মেঘলা আকাশ পথের নেই কোন দিশা তবুও তোমায় খুজেছি আমি খুজেছি একা একা।। সুখের সেদিনFull Lyrics

মমতায় চেয়ে থাকা সেই চোখ নেইতুমি আছ আমি আছি আছে সকলেসাগর ভেলায় বসে সেই মধু রাততাঁরা গুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত স্বপ্নে ঘেরা ছিলো অবুঝ সেদিনঅজানা ব্যথার মাঝে হয়েছে বিলীনবালুFull Lyrics

ছাইড়া গেলাম মাটির পৃথিবীজীবন খেলাম হারাইলাম সবইবুকে জমাট বাধা অভিমানকী নিঠুর এই নিয়তির বিধান। রক্তে আমার মিশ্যা ছিল সুরের ছোয়াহৃদয় দিয়া বাইয়া গেছি সংগীতের খেয়া।আশায় আশায় কাটলো জীবন ভোরপার হইFull Lyrics

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।আর তুমি ছাড়া আমার জীবনকাঁটবে ভেবে কাঁদেছি।। ব্যাথা দিয়ে ঢেকেছ আশাদুখে সাজিয়েছ ভালবাসা।হৃদয় বীনার তার ছিড়েছদূরে সরে গিয়ে মোরে ভুলেছ।। শুরুতেই হয়েছে যা শেষরয়েFull Lyrics

কলিকালের ভণ্ড বাবা খাজা বাবার নাম ভাঙ্গাইয়াধর্মটারে ল্যাং মারিয়া ভাঁওতাবাজির এমডি সাজেবাবা রে বাবা ও বাবা ভণ্ড বাবাবাবা রে বাবা হায় ও বাবা কলি বাবা আবারও সেই এমনি বাবার মুরিদFull Lyrics

যখনই দুঃখগুলো সুখ হতে চায়ফেরারি সে সুখ শুধু পালিয়ে বেড়ায়সুখ যত ছিলো এ হৃদয় গভীরেঅবহেলা দিয়ে তুমি নিয়েছো কেড়েতোমাকে ঘিরে আমার স্বপ্ন ছিলোআশা ভালোবাসা ছিলোস্বপ্নগুলো হলো এলোমেলোলোকে বলে দুঃখ ছাড়াFull Lyrics

আমারই আছো সেই সে তুমিবুকের মাঝে আছো সেই সে তুমিহৃদয় ছোয়া ভালবাসায়আছো সকল ব্যাথা আর কথায় সেই তুমি সেই তুমিহৃদয় জুড়ে আছো সেই তুমিস্নিগ্ধ ভোরের শিশির কনায়মিশে আছো শুধু সেইFull Lyrics

তুমি অকারণে এই মনে ব্যথা দিও নাভালোবাসি এত তবুও কেন বুঝো নাযদি যাও দূরে বহুদূরে ভুলে থেকো নাভালোবাসা মিছে আশা শুধু ছলনাতবুও সব বাধা ভেঙ্গে তবুও তোমাকেই চাইতুমি ছাড়া এFull Lyrics

আমার প্রথম সেই কলেজ জীবনতোমাকে ঘিরে ছিল স্বপ্ন যেমন।আমার প্রথম সেই নতুন জীবনতোমাকে দেখে শুরু হল প্রথম। দিঘীর পাড়ে, সেই বকুল ছায়ায়,তোমার পাশে বসে মধুর মায়ায়,পৃথিবীকে স্বর্গ ভেবেছি তখন। আমারFull Lyrics

দৃষ্টির সীমানায় বুকেরই আঙ্গিনায়তুমি আছো সব ই আছেতুমি নেই কিছু নেই তুমি এলে মনে ওঠে আবেগেরই ঝড়তোমারই দুচোখে আঁকি স্বপ্ন সাগরতুমি আছো বলে আছে প্রেমেরই বাসরতুমি আছো সবই আছেতুমি নেইFull Lyrics