এক নদী যমুনা
আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো নাএ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনাপৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে নাপৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না কান্নায় লাভ নেই,Full Lyrics
আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো নাএ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনাপৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে নাপৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না কান্নায় লাভ নেই,Full Lyrics
রাখেনি আমায় কেউ তোর মত করেবুকের ভিতরে আঁচলে পুরে,কেউ বাসেনি এত ভাল মোরেকেমনে বন্ধু, বন্ধু ভুলি তোরে। কেউ দেখেনি, কেউ দেখেনিআমার চোখে জলতুইতো প্রথম বলেছিলিকষ্টে ভাসে জল। কেউ চোঁয়নি আমারFull Lyrics
ঐ ওপারের ডাক এসে গেছে,শেষ খেঁয়া বুঝি হবে পাড়ি দিতে।তুমি আসনি অভিমানী এই মনে,অভিমান ভেঙে কোনো খোঁজ নিতে। তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধিতে।সেই সৌরব মাটি পাবে সব,কিছু পারব নাFull Lyrics
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীরজলে ভেজা কবিতায়,আছো সারোয়ার্দী, শেরেবাংলাভাসানীর শেষ ইচ্ছায়।তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলাজ্বালাময়ী সে ভাষণ,তুমি ধানের শীষে মিশে থাকাশহীদ জিয়ার স্বপন। তুমি ছেলেহারা মা, জাহানারা ইমামেরএকাক্তরের দিনগুলি,তুমি জসিম উদ্দীনেরFull Lyrics
কবিতা,তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও নাকবিতা,এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা। দেখবে আমাদের ভালবাসা,হয়ে গেছে কখন যেনপদ্ম পাতার জল, পদ্ম পাতার জল। কবিতা,তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও নাকবিতা,এই নিশাচর আমায়Full Lyrics
যদি এ শীতে আমি,যদি এই শীতে আমি, মরে যাইযদি এই.. শীতে, আমি মরে যাইজেনে রেখো, জেনে রেখোআগামী শীতে, নতুন করে জন্ম নেবোহয়ত ফুল হয়ে, কোন পথের ধারেহিমেল হাওয়ায়,চেতনার পাশ দিয়ে,Full Lyrics
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগেঅতীতের সাথে হয় কথোপকথন,মাঝে মাঝে নিজেকে বড় শূণ্য লাগেদাঁড়িয়ে থাকা দূরের সাদা কাফন।ও থেমে যায়, ভেঙ্গে যায়জীবনের কোলাহল।মাঝে মাঝে নিজেকে বড় একা লাগেঅতীতের সাথে হয়Full Lyrics