মৌসুমি ১ (ফিরে এসো এই অন্তরে)
2023-02-05
ফিরে এসো এই অন্তরেফিরে এসো এই বন্দরে, পথ ধরেতুলনাহীনা বান্ধবীযেও নাকো তুমি ঐ দূরেব্যাথা জাগে এই মন জুড়েহতে চাই ফিরে তোমার গীতিকবি মৌসুমী কারে ভালোবাস তুমিমৌসুমী বল কারে খোঁজ তুমিমৌসুমীFull Lyrics
ফিরে এসো এই অন্তরেফিরে এসো এই বন্দরে, পথ ধরেতুলনাহীনা বান্ধবীযেও নাকো তুমি ঐ দূরেব্যাথা জাগে এই মন জুড়েহতে চাই ফিরে তোমার গীতিকবি মৌসুমী কারে ভালোবাস তুমিমৌসুমী বল কারে খোঁজ তুমিমৌসুমীFull Lyrics
তার বুকের আলিঙ্গনে লুকিয়ে তুমি ভাবছো কি আমার কথা তার চোখে চোখ রেখে তোমার মনে পড়ছে কি আমার কথা না কোন বিরহের গান গেয়ে তুমি দিচ্ছ সান্ত্বনা মনে নয়নের জলFull Lyrics
মৌসুমি তুমি, দ্বিচারিণী তুমিমৌসুমি তুমি, দ্বিচারিণী তুমি উল্লাসে চেয়েছি ভালোবাসা তোমারমেলাতে হয়নি দেখা ভুল ছিল আমার।। এর মাঝে চলে গেলো ১৪০০ সালবাউলিয়ানা আমার ভীষণ অহংকার মৌসুমি তুমি, দ্বিচারিণী তুমিমৌসুমি তুমি,Full Lyrics