কাঁদো, আরো কেঁদে কেঁদে হালকা হওতুমি, হাসো, প্রাণ খুলে হেসে ভেসে যাও,তুমি।এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই। জীবনটা সিগারেটেরFull Lyrics

তুমি জানলে না,আমার হাসির আড়ালে,কত যন্ত্রনা, কত বেদনা, কত যে দুঃখ বুনা।তুমি জানলে না,আমার হাসির আড়ালে,কত যন্ত্রনা, কত বেদনা, কত যে দুঃখ বুনা। পাহাড়ের কান্নাকে ঝরনা সবাই বলে।সেই ঝরনা ধারায়Full Lyrics

আরো গভীরে যদি যেতে আমার প্রতি ভাবনায়।আবেগী খেলা খেলেছে কে?জীবন নিয়ে আমার।পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়।উপহাস করনা নিয়ে হৃদয়। দেবদাস বলনা আমায়।দেবদাস বলনা আমায়। তানপুরা টা বাজেনা সুরে,এ জীবন সে তোFull Lyrics

আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো নাএ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনাপৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে নাপৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না কান্নায় লাভ নেই,Full Lyrics

চেয়ে দেখ উঠেছে নতুন সূর্যপথে পথে রাজপথে চেয়ে দেখরংয়ের খেলাঘরে বসে থেকে লাভ কী বলোএসো চুল খুলে পথে নামি,এসো উল্লাস করিদুঃখিনী দুঃখ করো না,দুঃখিনী দুঃখিনী আঁধারের সিঁদ কেটে আলোতে এসোচোখেরFull Lyrics

প্রলয়ের শিঙায় ফুঁক দিয়ে ওঠে ইস্রাফিলেচারিদিক থেকে কলবে কলবে রোল পড়ে যায়..তলে তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে॥ হায় হায় করে ওঠে তামাম জাহান,নূরের ঝিলিক দেখেকবর থেকে ওঠে দাঁড়িয়ে সকল ইনসান্…..ইয়াFull Lyrics

যদি কখনো ভুল হয়ে যায়তুমি অপরাধ নিওনাজানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলেচেয়ে থাকা পথ শেষ হবে কিনা॥ মুসাফির আমি খুঁজে খুঁজেভুল পথে যদি হারিয়ে যাই একদিনহয়তো কখনো আর ফেরা হবেনাঅভিমানী পথFull Lyrics

ছেলে আমার বড় হবে,মাকে বলত সে কথাহবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়নিজ হাতে খেতে পারতাম না,বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা,কি করবি রে বোকা…এতো রক্তের সাখে রক্তেরFull Lyrics

এই শহরের কত শত অট্টালিকার ফাঁকেআমার জানালা ভরে ছবি হয়ে ঝুলছে আকাশআমি আর এক ফালি নিষ্পাপ চাঁদসারারাত কথা বলে হয়েছি উদাস এখন রাত জেগে জানালায় মাথা রেখেতুমিও কি দেখছো আকাশFull Lyrics

রাখেনি আমায় কেউ তোর মত করেবুকের ভিতরে আঁচলে পুরে,কেউ বাসেনি এত ভাল মোরেকেমনে বন্ধু, বন্ধু ভুলি তোরে। কেউ দেখেনি, কেউ দেখেনিআমার চোখে জলতুইতো প্রথম বলেছিলিকষ্টে ভাসে জল। কেউ চোঁয়নি আমারFull Lyrics