জানালা ভরা আকাশ
এই শহরের কত শত অট্টালিকার ফাঁকেআমার জানালা ভরে ছবি হয়ে ঝুলছে আকাশআমি আর এক ফালি নিষ্পাপ চাঁদসারারাত কথা বলে হয়েছি উদাস এখন রাত জেগে জানালায় মাথা রেখেতুমিও কি দেখছো আকাশFull Lyrics
এই শহরের কত শত অট্টালিকার ফাঁকেআমার জানালা ভরে ছবি হয়ে ঝুলছে আকাশআমি আর এক ফালি নিষ্পাপ চাঁদসারারাত কথা বলে হয়েছি উদাস এখন রাত জেগে জানালায় মাথা রেখেতুমিও কি দেখছো আকাশFull Lyrics
দিন রাত এখানেই থমকে গেছেকনডেম সেলের পাথর দেয়ালেপ্রতি নি:শ্বাসে মৃত্যুর দিন আমি গুনছিশোনো… জেল থেকে আমি বলছি ।। কতদিন আকাশ দেখিনা আমিদেখতে পারিনা চাঁদ তারা আরবদ্ধভূমির এই সেল টা আমারFull Lyrics
স্টেশন রোডেজীবন ধারাফুটপাথের ঐ নগর নটিরাভাতের আশায় দিচ্ছে শরীরযেন ত্রিমাত্রিক জীবন্ত ছবিস্টেডিয়ামের জরিনা বিবিভিষন জ্বরে ঘুম আসেনাভাতের আশায় দিচ্ছে শরীরযেন ত্রিমাত্রিক জীবন্ত ছবি লোভী দৃষ্টি এখানে সেখানেছড়িয়ে আছে কিছু মাংসপিন্ডঅসহায়Full Lyrics
সুন্দরীতমা আমারতুমি নিলীমার দিকে তাকিয়ে বলতে পারোএই আকাশ আমার।নীলাকাশ রবে নিরুত্তরমানুষ আমি চেয়ে দেখোনীলাকাশ রবে নিরুত্তরযদি তুমি বলো আমি একান্ত তোমার,আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমারআমি তারায় তারায় রটিয়েFull Lyrics