বন্ধু তোমায় এ গান শোনাব
ছেড়া ঘুড়ি রঙ্গিন বলএই টুকুই সম্বলআর ছিল রোদ্দুর এ পাওয়া বিকেল বেলাবাজে বকা, রাত্রি দিন Asterix Tintinএলোমেলো কথা উড়ে যেত,হাসির ঠেলায়। সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলেসবার অলক্ষেতে তুমিও কিFull Lyrics
ছেড়া ঘুড়ি রঙ্গিন বলএই টুকুই সম্বলআর ছিল রোদ্দুর এ পাওয়া বিকেল বেলাবাজে বকা, রাত্রি দিন Asterix Tintinএলোমেলো কথা উড়ে যেত,হাসির ঠেলায়। সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলেসবার অলক্ষেতে তুমিও কিFull Lyrics
মন, হাওয়ায় পেয়েছি তোর নামমন, হাওয়ায় হারিয়ে ফেললাম (x2) হাওয়া দিলো শিরশিরানি ডাকহাওয়া দিলো ডানাহাওয়া দিলো ছেঁড়া স্যান্ডলভুল ঠিকানা .. (x2)মন রে,হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলামহে হে হে .. মন,Full Lyrics
ফিকে হয়ে আসা অন্ধকারপ্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভাঁড় (x2)জানলার কাঁচটাতে লেগে থাকা শূন্যতাসশব্দে ছুটে চলে ট্রেন। ফেলে আসা মুখগুলো ভোরবেলায়লুকোচুরি আর চোর চোর খেলায় (x2)কুয়োতলা মুখোমুখি জড়তার বাঁধা ঠেলেআমাকে কিFull Lyrics
চলে যাচ্ছে দিন, ঠিক পাঁচটা তিন,প্রায় অন্ধকারবাস স্টপে কেউ নেই কোথাও।কিছু মেষ-শাবক দুটো উটকো লোকহলো রাস্তা পারবাস স্টপে কেউ নেই কোথাও। অনেক দিন ভোলা রেডিও এ অনুরোধের গানসন্ধ্যের শ্মশান ডাকFull Lyrics
দুপুরের খামোখা খেয়ালভাঙ্গা তাক পুরোনো দেয়াল,দুপুরের খামোখা খেয়ালভাঙা তাক পুরোনো দেয়াল,খুঁজে পাওয়া বই জানতে চায়বান্ধবী আছে কে কোথায়?খুঁজে পাওয়া বই জানতে চায়বান্ধবী আছে কে কোথায়? ধুলো লাগা চেনা বই সবহাতড়ায়Full Lyrics