তবু এই দেয়ালের শরীরেযতো ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষপেশাদার প্রতিহিংসা তোমার চেতনারযতো উদ্ভাসিত আলো রংআকাশের মতন অকস্মাত নীলনীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখতার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙ্গেFull Lyrics

তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসাদেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশাতোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসাদেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশাভালবাসার আগে নিজেকে নিও বাজিয়েআমার মনেরFull Lyrics

চেয়ে আছে পৃথিবীজেগে আছে কোটি চোখথমকে আছে চারপাশকরতালির অপেক্ষায় এই সময় সেই সময়চেতনার এই ক্ষণেআকাশ বাতাস জেনে গেছেহুঙ্কারের অপেক্ষায়! আমার শিরায় জ্বলে আগুনরুদ্ধশ্বাসে পুড়তে চাইআমার চোখে ঝড়ো মিছিলস্লোগানে বদ্ধ উপমায়।Full Lyrics

তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়েনীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়েআমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবুFull Lyrics

আমার অবারিত দরজা জুড়ে সম্ভাবনার রঙিন মলাটআমার শরীর ডুবে আছে অবিরাম মৃত উষ্ণতায়তুমি যে রোদ মাখবে বলে মেতে উঠেছো রঙের উৎসবেআমার বিষাদ ছায়া হয়ে ঢেকে দেয় তোমায়জানবে আমি শুধু আমিFull Lyrics