কেউ জানবে না, কেউ বুঝবে না অচেনা নদী দুটো মিশে মোহনায়, কেউ জানবে না, কেউ বুঝবে না অচেনা নদী দুটো মিশে মোহনায়। ও ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে বুকের জমানো দোটানায়,Full Lyrics

জমেছে এক পাহাড় অসহ্য অবিচার স্তব্ধ হয়ে ছিল তারা, ব্যস্ততা হাজার তাই যে নাই খেয়াল পেছনেই দেয়াল যে যেমন সে নিচ্ছে মেনে নাম দিয়ে কপাল কেউ মরণ অকাল, কেউ ভয়েFull Lyrics

আজকে রাতে চলে যেও না আজকে রাতে চলে যেও না,ভালো যদি বাসো এই শ্যামেরে ভালো যদি বাসো এই শ্যামেরে,না বলে যেও না ..আজকে রাতে চলে যেও না, না..আজকে রাতে চলেFull Lyrics

হাজার অতীত জন্ম-দাগের মতোফুটে থাকে তারায় তারায়কে যেন ছিলাম, মনে তো পড়ে নাছায়াপথ শরীরে হারায়।কে আমি কোথায় ? আমি কি আমি, না অন্য কেউ ?একই মুখ বহু ঠিকানায়।এসেছি যেমন, মিশেFull Lyrics

তুমি নরম ফুলের গান,তুমি গরম ভাতের ভাপ,তুমি অভিমানের চুপ,তুমি কান্না জমা মোম। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মাআমি তোমার চোখের তারায় বাঁচি মা,আমি তোমার মায়ায় মায়ায় থাকি মাআমি তোমায় হাওয়ায়Full Lyrics