গানের নামযখন ক্লাস নাইনে পড়ি
TitleJokhon Class Nine E Pori
SingerShurov Islam
LyricistKhairul Bashar
LabelEagle Music
4/5 - (4 votes)

যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি,
যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি,
মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি, হলুদ শাড়ি,
মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি।

যখন পড়তে বসি
বইয়ের খাতায় শুধুই আমি
তার ছবি দেখি।

যখন পড়তে বসি
বইয়ের খাতায় শুধুই আমি
তার ছবি দেখি।
তার ভাবনা ভাবতে ভাবতে
ঘুম তো আসেনা রাতে,
তার ভাবনা ভাবতে ভাবতে
ঘুম তো আসেনা রাতে,
বলো সখি এখন আমি কি যে করি?
কি যে করি?
বলো সখি এখন আমি কি যে করি?

যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি,
যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি,
মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি, হলুদ শাড়ি,
মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি।

ইস্কুলে না যাইয়া, ঘুরেছি তোমায় লইয়া
সেদিন তোমার হাতে দিয়েছিলে ফুচকা খাওয়াইয়া।
ইস্কুল যখন দিছে ছুটি ঠিক সময় বাড়ি ফিরি
ইস্কুল যখন দিছে ছুটি ঠিক সময় বাড়ি ফিরি
বাপ আমার মনে করে ক্লাস করি, ক্লাস করি
বাপ আমার মনে করে ক্লাস করি, ক্লাস করি।

যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি,
যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি,
মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি, হলুদ শাড়ি,
মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি।

ভুলিয়া সেই পিরিতি
অন্য এক ছেলে করছে জীবনসাথী,
ভুলিয়া সেই পিরিতি
অন্য এক ছেলে করছে জীবনসাথী,
আমার বুকে মাইরা ছুরি
চলে গেছে শ্বশুর বাড়ি,
আমার বুকে মাইরা ছুরি
চলে গেছে শ্বশুর বাড়ি,
খাইরুল বাসার সেই আগুনে
আজও পুড়ি, আজও পুড়ি,
খাইরুল বাসার সেই আগুনে
আজও পুড়ি।

যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি,
যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি,
মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি, হলুদ শাড়ি,
মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি।

 

No more tracks found in this category.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *