গানের নামকেন যে তোমাকে দেখি
TitleKeno je tomake dekhi
SingerShreya Ghoshal
LyricistSrijato Bandopadhyay
LabelSVF Music
Rate this Lyric

কেনো যে তোমাকে দেখি..
ঘুমেরও পাশে কোথাও,

স্বপ্নেরই নরম ডালে
বলো কেনো রং ফোটাও?
আ.. হারাতে হারাতে
কিভাবে যে পেয়ে যাই
তোমাকে.., তোমাকে..

ঘুমের দ্বরে দ্বরে
জোনাকির মতো জ্বলে
সকাল আসে আদরে
সে যে কার কথা বলে
আছো এই, হারালে
যেনো সুর ছাড়া বাঁশি,
তুমি সত্যি নাকি
আমি দোটানায় ভাসি
হারাতে হারাতে হারাতে
তবুও যে পেয়ে যাই;
তোমাকে.., তোমাকে…

আলবেলা সাজন আয়ো রে
আলবেলা সাজন আয়ো রে
মোরা আত মন সুখ পাও রে
আলবেলা সাজন আয়ো রে

 

 

Explore more tracks by Shreya Ghoshal

TrackLyricist
যাও পাখি বলোAnindya Chatterjee, Chandril Bhattacharya
কেন যে তোমাকে দেখিSrijato Bandopadhyay
টোকা দিলেSrijato Bandopadhyay
নাম না জানা কোনো পাখিAnindya Chatterjee
নীল দিগন্তেRabindranath Tagore
বৈষ্ণব সেই জনAnindya Chatterjee
কাছে থাকোAnindya Chatterjee
কি মায়ায় বেঁধেছো আমায়Anupam Roy
টোকা দিলেSrijato Bandopadhyay
ভালোবাসার মরশুম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *