গানের নামবৈষ্ণব সেই জন
TitleBaishnob Sei Jon
SingerShreya Ghoshal
LyricistAnindya Chatterjee
Rate this Lyric

বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন-ব্যথা জানে রে।
পরেরও তরে তার শত উপকারে,
পরেরও তরে তার শত উপকারে
গরব থাকে না কোনোখানে রে,
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদনব্যথা জানে রে।

সকল লোকেরও বন্দনায় রত
নিন্দা’কথা না জানে রে।
বিশ্বাসে অবিচল, সদভাবনায় মন
জননী ধন্য ধনমানে রে,
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন-ব্যথা জানে রে।

সমদৃষ্টিধারী ধরণীর নাড়ী
যেই রূপে দেখে তার জননী রে।
মিথ্যাবচন ভুলে, না দেখে চোখ তুলে
অন্যের সম্পদ পানে রে।
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন-ব্যথা জানে রে।

এ জীবন লোভ আর শঠতা রোহিত
কাম-ক্রোধ নিবারণ রে।
কোথা সে মানুষ যার দর্শন পরে
মোক্ষ মিলবে লক্ষ্য প্রাণে রে।
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন ব্যথা জানে রে।
পরেরও তরে তার শত উপকারে,
পরেরও তরে তার শত উপকারে
গরব থাকে না কোনোখানে রে,
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদনব্যথা জানে রে।

 

Explore more tracks by Shreya Ghoshal

TrackLyricist
যাও পাখি বলোAnindya Chatterjee, Chandril Bhattacharya
কেন যে তোমাকে দেখিSrijato Bandopadhyay
টোকা দিলেSrijato Bandopadhyay
নাম না জানা কোনো পাখিAnindya Chatterjee
নীল দিগন্তেRabindranath Tagore
কাছে থাকোAnindya Chatterjee
কি মায়ায় বেঁধেছো আমায়Anupam Roy
কেন যে তোমাকে দেখিSrijato Bandopadhyay
টোকা দিলেSrijato Bandopadhyay
ভালোবাসার মরশুম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *