কেন যে তোমাকে দেখি
ঘুমেরও পাশে কোথাও,
স্বপ্নেরই নরম ডালে
বলো কেন রং ফোটাও ?
হারাতে হারাতে
কিভাবে যে পেয়ে যাই,
তোমাকে.. তোমাকে..
কেন যে তোমাকে দেখি
ঘুমেরও পাশে কোথাও,
স্বপ্নেরই নরম ডালে
বলো কেন রং ফোটাও ?
আ.. হারাতে হারাতে
কিভাবে যে পেয়ে যাই,
তোমাকে.. তোমাকে ..
ঘুমের দ্বরে দ্বরে
জোনাকির মতো জ্বলে,
সকাল আসে আদরে
সে যে কার কথা বলে ..
আছো এই, হারালেই
যেন সুর ছাড়া বাঁশি,
তুমি সত্যি নাকি
আমি দোটানায় ভাসি,
হারাতে হারাতে হারাতে
তবুও যে পেয়ে যাই..
তোমাকে.. তোমাকে…
আলবেলা সাজন আয়ো রে
আলবেলা সাজন আয়ো রে
মোরা আত মন সুখ পাও রে
আলবেলা সাজন আয়ো রে।
ললিতা আছে কোথায়
বিশাখা উঠোন সাজায়,
রাধিকাই একাকিনী
কানু বীণে পথ চিনে ফেরা
ফেরা কি যায়।
ওই ঘুমে রাখো রাখো ঘিরে
আদরে কি আছি রে,
বাঁশি তোমাকে ছোঁয়ায়
সুরে সুরে আসো ফিরে,
আসো ফিরে.. আসো ফিরে ..
হুঁ.. ঘুমেরও পাশে কোথাও
স্বপ্নেরই নরম ডালে,
হুঁ.. ও ও হারাতে হারাতে কিভাবে যে
পেয়ে যাই,
তোমাকে.. হুঁ.. তোমাকে..
ও.. ঘুমের দ্বরে দ্বরে
জোনাকির মতো জ্বলে,
সকাল আসে আদরে
সে যে কার কথা বলে ..
আছো এই, হারালেই
যেন সুর ছাড়া বাঁশি,
তুমি সত্যি নাকি
আমি দোটানায় ভাসি,
হারাতে হারাতে হারাতে
তবুও যে পেয়ে যাই ..
তোমাকে.. হুঁ.. তোমাকে..
তোমাকে..