দুই পাখি শুক সারি শুক সারি
বিরহী রুটের শুক সারি
দুই পাখি শুক সারি শুক সারি
বিরহী রুটের শুক সারি
দুই পাখি এক নিধি
এক নিধি
হায়াত মউৎ বিরহী
কমল ফোটে ওড়ে অলি
ওড়ে অলি
কোন মোকাম, তার কোথায় গলি?
অলি-গলি অলি-গলি
অলি-গলি
কানন ফোটে ওড়ে অলি
একবার ফোটে কলি
ঝরে কলি
শুকায়ে যায় ভরা নদী
মরা নদী ঢেউ টানে ঢেউ টানে
এ মন ভালো না বিরহী
দুই পাখি শুক সারি শুক সারি
বিরহী রুটের শুক সারি
দুই আঁখি এক রাহি এক রাহি
দুই চোখ বিরহী
দুই পাখি শুক সারি শুক সারি
বিরহী রুটের শুক সারি
দুই আঁখি এক রাহি এক রাহি
দুই চোখ বিরহী
চোখের দেখা ফুরায় যদি ফুরায় যদি
প্রাণের কথা পুরায় যদি
মন-পোড়ানির বন জঙ্গল
জঙ্গল বন
আগুন তুফান পানি
চোখের দেখা ফুরায় যদি ফুরায় যদি
প্রাণের কথা পুরায় যদি
মন-পোড়ানির বন জঙ্গল
জঙ্গল বন
আগুন তুফান পানি
একবার পুড়িয়ে দিলে
জুড়িয়ে দিলে
রোগ জরা ব্যাধ ব্যাধি
ব্যাধ শিকারি টানে
শিকারও জানে
এ মন ভালো না বিরহী
দুই পাখি শুক সারি শুক সারি
বিরহী রুটের শুক সারি
দুই ডানা এক বেড়ি এক বেড়ি
দুই ডানা বিরহী
দুই পাখি শুক সারি শুক সারি
বিরহী রুটের শুক সারি
দুই ডানা এক বেড়ি এক বেড়ি
দুই ডানা বিরহী
একদিন ঠিক উড়ে যাবি উড়ে যাবি উড়ে যাবি পাখি
দুই ডানা লেখা বিধি
লেখা বিধি
লেখা তোর নিয়তি
একদিন ঠিক উড়ে যাবি উড়ে যাবি উড়ে যাবি ঠিক পাখি
দুই ডানা লেখা বিধি
লেখা বিধি
লেখা তোর নিয়তি
পাখি রে তোর পাখির নিধি
পাখির বিধি
পাখির পরিণতি
নত মুখে বসে পাখি
বসে পাখি
এ মন ভালো না বিরহী
এ মন ভালো না বিরহী
ভালো না বিরহী
এ মন ভালো না বিরহী
শুক সারি শুক সারি
শুক সারি শুক সারি
বিরহী রুটের শুক সারি
এ মন ভালো না বিরহী
এ মন ভালো না বিরহী
এ মন ভালো না বিরহী