থেকেছি ভাবে আড়িতে
খেলেছি বেলোয়ারিতে,
মনের আলমারিতে
গন্ধ তোর শাড়িদের।
গেলো না তোর খুনসুটি
পাঁচিল ধরে চল ছুটি,
পাঁচমেশালী বায়না তোর
হয়েছে আজ রোজ রুটিন।
কাপড় মেলা রোদে
খুঁজেছি শব্দদের,
আটকে গেছে কোথায়, মাঝের পথে।
আনবো খুঁজে আমি
সাধের হিরে-মানিক,
অল্প কিছু ব্যেথা, আর পরীদের।
থেকেছি ভাবে আড়িতে
খেলেছি বেলোয়ারিতে,
মনের আলমারিতে
গন্ধ তোর শাড়িদের।।
তোরই জলেতে, ছলাৎ ছলেতে
কাবু হয়েছি আমি।
বলিনা কিছু, রোজ তোর পিছু
পাহাড়ি ঝর্ণাতে নামি।
কেউ যদি দেখে, বলবে কি লোকে
ধরেছে ভীমরতি।
হাজারও না ভেবে, মেতে যা হুজুগে
পর্দারা নিয়েছে ছুটি –
মিলিয়ে রেখেছে পায়ে পা ..
কাপড় মেলা রোদে
খুঁজেছি শব্দদের,
আটকে গেছে কোথায়, মাঝের পথে।
আনবো খুঁজে আমি
সাধের হিরে-মানিক,
অল্প কিছু ব্যেথা, আর পরীদের।
থেকেছি ভাবে আড়িতে
খেলেছি বেলোয়ারিতে,
মনের আলমারিতে
গন্ধ তোর শাড়িদের।
গেলো না তোর খুনসুটি
চল পাঁচিল ধরে চল ছুটি,
পাঁচমেশালী বায়না তোর
হয়েছে আজ রোজ রুটিন।