চলে যায় ছায়াপথ এলো পায়ের শহীদে
শিশিরের ফোটা জল বিঁধে পায়ে
আমিও ভেসেছি পথে জমে থাকা ধুলো আর
আধো আধো নিঃশ্বাস আগুন মাথায়
দু হাত বাড়াও তুমি, দু হাত বাড়াও তুমি,
কেউ যদি থাকো, দোসর আমায় বলে ডাকো
কেউ যদি জেগে থাকো।
দু হাত বাড়াও তুমি, দু হাত বাড়াও তুমি,
কেউ যদি থাকো, সুজন আমায় বলে ডাকো
কেউ যদি জেগে থাকো।
চলে যায় ছায়াপথ এলো পায়ের শহীদে
শিশিরের ফোটা জল বিঁধে পায়ে।