গানের নামকিছু কথা বাকি
TitleKichu Kotha Baki
SingerRanajoy Bhattacharjee
LyricistTamoghna Chatterjee
MovieKothamrito
4.6/5 - (7 votes)

যদি ঘুমিয়ে পড়ে ছুটতে থাকা দিনগুলো
যদি তোর আঙুলে ঠিক হয়ে যায় ভুলগুলো,
এই মিছিমিছি কাছাকাছি খেলনা দিন
কিছু আমার মতো সত্যি ক্ষত কাঁদছিলো,
ডুবতে থাকা ইচ্ছে সুখ
তুলছে ঝিনুক এই প্রহর,
তোর কথা দের হাত ধরে এই মন ..

দুটো পাশাপাশি কান্না হাসির একলা মন
কিছু কথা বাকি তোর আমার মতন,
দুটো পাশাপাশি কান্না হাসির একলা মন
কিছু কথা বাকি তোর আমার মতন।।

মেঘলা কথার একলা আকাশ
তোর চোখেতে আমি জল,
বৃষ্টি এলে ভিজবো বলে
তোর কথা বল।

দিনের শেষে নিজের দেশে
আমরা দুজন নিঃস্ব মুখ,
পাশাপাশি দূরত্বরা কথা বলুক।

আটকে থাকা মেঘ মুলুক
বৃষ্টি পড়ুক তার খবর,
তোর চোখেতেও ঝড় তুলুক, এই মন..

দুটো পাশাপাশি কান্না হাসির একলা মন
কিছু কথা বাকি তোর আমার মতন,
দুটো পাশাপাশি কান্না হাসির একলা মন
কিছু কথা বাকি তোর আমার মতন।।

 

Explore more tracks by Ranajoy Bhattacharjee

TrackLyricist
নীরবতায় ছিলAritra Sengupta, Ranajoy Bhattacharjee
অচেনা কারোর বুকেAritra Sengupta, Ranajoy Bhattacharjee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *