যাক সব থেমে যাক
নিঝুম রাতের ছায়াতে,
থাক আজ পড়ে থাক
গল্প মিশে আঘাতে।
জানি সে ফেরেনি কখনও
আর এ মনে,
ভালোবাসা তবু রেখেগেছি গোপনে।
আজ তোর কথা হোক
দুঃখ সুখে মিলিয়ে,
জল ভেজালে চোখ
আদোরে যা মুছিয়ে।
চোখের আড়াল হয়েছো অভিমানে
ভালোবাসা তবু রেখেগেছি গোপনে।
বদলে যাওয়াটা সহজ তো নয়
তুই নিজেকে সামলে রাখিস,
আমি জেগে থাকি ঘুম ভাঙা চোখে
তুই আমাকে ফিরিয়ে নিস,
ফিরিয়ে নিস।
থাম সেই পথে থাম
যে পথে থাকছি আমি,
রোদ মাখলে শহর
লিখবে নতুন আগামী।
রাগ আর অভিমান বলনা
এসে সামনে,
সব কথা বোজানো যায়না
টেলিফোনে।
রাতের তারারা আমার কাছেই
করছে আমার নালিশ,
অবুঝ আমি খুব জানি সে তুইও
ওদেরও জানিয়ে দিস।
আমার মতন একাকী পথ
তুইও এভাবে হাঁটিস,
জেগে আছি ঘুম ভাঙা চোখে
তুই আমাকে ফিরিয়ে নিস,
ফিরিয়ে নিস।