গানের নামতোমাকে চাই
TitleTomake Chai
SingerObscure
Rate this Lyric

তুমি অকারণে এই মনে ব্যথা দিও না
ভালোবাসি এত তবুও কেন বুঝো না
যদি যাও দূরে বহুদূরে ভুলে থেকো না
ভালোবাসা মিছে আশা শুধু ছলনা
তবুও সব বাধা ভেঙ্গে তবুও তোমাকেই চাই
তুমি ছাড়া এ ভুবনে কোন সুখ নাই
জানি প্রথম প্রেমের মত কোন প্রেম নাই
বার বার ফিরে আসি যদি ফিরে পাই তাই

You are my sunshine my only sunshine
You make me happy when skies are grey
You’ll never know dear how much I love you
So please don’t take my sunshine away

তবুও ইচ্ছেগুলো শুধু তোমাকে খোঁজে
বুকে সাগরের ঢেউ তোমাকে বোঝে
আর প্রতিদিন প্রতি রাতে প্রতিটি কাজে
তুমি আছো প্রতিক্ষণে বুকেরই মাঝে
তাই ভাবি শুধু কবে তুমি আসবে কাছে
শূন্য ভুবনে মোর জোছনা মাঝে
আমি তোমার চোখের মাঝে স্বপ্ন খুঁজি
অচেনা ভুবনে শুধু তোমাকে খুঁজি তাই

You are my sunshine my only sunshine
You make me happy when skies are grey
You’ll never know dear how much I love you
So please don’t take my sunshine away

তুমি অভিমান করে দুরে সরে যেও না
ভালোবাসি এত তবুও কেন বুঝো না
যদি যাও দূরে বহুদূরে ভুলে থেকো না
ভালোবাসা মিছে আশা শুধু ছলনা
তবুও সব বাধা ভেঙ্গে তবুও তোমাকেই চাই
তুমি ছাড়া এ ভুবনে কোন সুখ নাই
জানি প্রথম প্রেমের মত কোন প্রেম নাই
বার বার ফিরে আসি যদি ফিরে পাই তাই

You are my sunshine my only sunshine
You make me happy when skies are grey
You’ll never know dear how much I love you
So please don’t take my sunshine away

Explore more tracks by Obscure

TrackLyricist
নিঝুম রাতের আধারে
মমতায় চেয়ে থাকা
ছাইড়া গেলাম মাটির পৃথিবী
কাল সারা রাত আমি
কলিকালের ভণ্ড বাবা
স্বপ্নগুলো
সেই তুমি
আমার প্রথম
দৃষ্টির সীমানায়
আজাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *