গানের নামকাল সারা রাত আমি
TitleKal Sararat Ami
SingerObscure
Rate this Lyric

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।
আর তুমি ছাড়া আমার জীবন
কাঁটবে ভেবে কাঁদেছি।।

ব্যাথা দিয়ে ঢেকেছ আশা
দুখে সাজিয়েছ ভালবাসা।
হৃদয় বীনার তার ছিড়েছ
দূরে সরে গিয়ে মোরে ভুলেছ।।

শুরুতেই হয়েছে যা শেষ
রয়ে গেছে তবু তার রেশ।
মমতায় গড়েছিলে যে বাধন
কোন ভুলে ভেঙ্গে দিলে সে স্বপন।।

Explore more tracks by Obscure

TrackLyricist
নিঝুম রাতের আধারে
মমতায় চেয়ে থাকা
ছাইড়া গেলাম মাটির পৃথিবী
কলিকালের ভণ্ড বাবা
স্বপ্নগুলো
সেই তুমি
তোমাকে চাই
আমার প্রথম
দৃষ্টির সীমানায়
আজাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *