নিঝুম রাতের আধারে
জোনাকিরা মিটিমিটি জ্বলে
তুমি নেই আজ আমি শুধু আছি
একা বেঁচে আছি।।
মেঘলা আকাশ পথের
নেই কোন দিশা
তবুও তোমায় খুজেছি আমি
খুজেছি একা একা।।
সুখের সেদিন চোখের
জলে মুছে গেছে
তবুও সে সুখ খুজেছি আমি
খুজেছি মনের মাঝে।।
গানের নাম | নিঝুম রাতের আধারে |
Title | Nizum Rater Adhare |
Singer | Obscure |
নিঝুম রাতের আধারে
জোনাকিরা মিটিমিটি জ্বলে
তুমি নেই আজ আমি শুধু আছি
একা বেঁচে আছি।।
মেঘলা আকাশ পথের
নেই কোন দিশা
তবুও তোমায় খুজেছি আমি
খুজেছি একা একা।।
সুখের সেদিন চোখের
জলে মুছে গেছে
তবুও সে সুখ খুজেছি আমি
খুজেছি মনের মাঝে।।
Track | Lyricist |
---|---|
মমতায় চেয়ে থাকা | |
ছাইড়া গেলাম মাটির পৃথিবী | |
কাল সারা রাত আমি | |
কলিকালের ভণ্ড বাবা | |
স্বপ্নগুলো | |
সেই তুমি | |
তোমাকে চাই | |
আমার প্রথম | |
দৃষ্টির সীমানায় | |
আজাদ |