গানের নামমৌসুমি ২ (তার বুকের আলিঙ্গনে)
TitleMousumi II (Tar Buker Alingone)
SingerFeedback, Maqsood
4/5 - (1 vote)

তার বুকের আলিঙ্গনে লুকিয়ে তুমি ভাবছো কি আমার কথা
তার চোখে চোখ রেখে তোমার মনে পড়ছে কি আমার কথা
না কোন বিরহের গান গেয়ে তুমি দিচ্ছ সান্ত্বনা মনে
নয়নের জল মুছে তুমি করছ উপহাস

ও মৌসুমী তোমার কথা জেনে আমি কান্নায় ভেঙ্গে ছিলাম
ও মৌসুমী বলো কার তুমি? নাকি ভুল হয়ে গেলো আমার!

কার সুখের ঘরণী হয়ে তুমি আজ ভাবছ কি আমার কথা
তার মনের মুকুরে তুমি লুকিয়ে মনে পড়ছে কি আমার কথা
তার দুহাত ধরে কথা দিলে রাখবে না তুমি আমায় মনে
লক্ষ স্মৃতিকে আঁকড়ে ধরে তুমি করছো অনুতাপ

ও মৌসুমী তোমার কথা জেনে আমি কান্নায় ভেঙ্গে ছিলাম
ও মৌসুমী বলো কার তুমি? নাকি ভুল হয়ে গেলো আমার!

তার বুকের আলিঙ্গনে লুকিয়ে তুমি ভাবছো কি আমার কথা
তার চোখে চোখ রেখে তোমার মনে পড়ছে কি আমার কথা
না কোন বিরহের গান গেয়ে তুমি দিচ্ছ সান্ত্বনা মনে
নয়নের জল মুছে তুমি করছ উপহাস

ও মৌসুমী তোমার কথা জেনে আমি কান্নায় ভেঙ্গে ছিলাম
ও মৌসুমী বলো কার তুমি? নাকি ভুল হয়ে গেলো আমার!

Explore more tracks by Feedback

TrackLyricist
মৌসুমি ১ (ফিরে এসো এই অন্তরে)
মৌসুমি ৩ (মৌসুমি তুমি, দ্বিচারিণী তুমি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *