হাজার মানুষ করজোড়ে হাজির হলো তোমার ঘরে,ঢেউয়ে ঢেউয়ে নদীর পাড়ে তোমারি দ্বারে গো সবাই। তুমি যে ফুল, তুমি মালী তোমার পথেই হেঁটে চলি, তোমার সাথে প্রতিক্ষণে তোমার দিকেই যে তাকাই।Full Lyrics

যে কথা আলোর কাছে থাকে ছায়া এসে ঢেকে যাবে তাকে, হাওয়া দিলে স্মৃতি এলোমেলো সাদা কালো ছবি ভেসে এলো।   বুকের ভেতরে পাখিরা এসেছে উড়ে উড়ে, বালিশ তোষকে গল্পেরা হোকFull Lyrics