কেন রোদের মতো হাসলে নাআমায় ভালোবাসলে না,আমার কাছে দিন ফুরালেও আসলে না।এই মন কেমনের জন্মদিনচুপ করে থাকা কঠিন,তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারইদূরে গেলেও এটাই সত্যিFull Lyrics

নীরবতায় ছিল প্রশ্ন তোমার,শূন্যতায় খুজি উত্তর আমার।সব হারিয়ে যাওয়া মাঝরাতে,থাকি কান্না হয়ে তোর সাথে। নীরবতায় ছিল প্রশ্ন তোমার,শূন্যতায় খুজি উত্তর আমার।সব হারিয়ে যাওয়া মাঝরাতে,থাকি কান্না হয়ে তোর সাথে। কেটে ছিলFull Lyrics

অচেনা কারোর বুকে আজও মাথা রাখোঅন্ন মনে আমায় খুঁজতেই থাকো,বুকের ভেতর শুধু স্মৃতিদের সাঁকোফিরে এসো আবার বারবার। এভাবে ক্ষত তুমি হাসি দিয়ে ঢাকোভুলে যাওয়া ডাক নামে আমাকেই ডাকো। এভাবে ক্ষতFull Lyrics