ও দুনিয়া
ও দুনিয়ার মানুষ ও ভাই, আল্লাহ’র নাম লও সময় নাই।আসিলে ডাক যাইতে হবে ভাই, পুন্যের ভাগ বেশী হওয়া চাই। আজ তুমি দুনিয়াদারী নিয়ে, দম গেলে আসিবে বিপদ।বৌ, ছেলে, ভাই-বোন হিসেবFull Lyrics
ও দুনিয়ার মানুষ ও ভাই, আল্লাহ’র নাম লও সময় নাই।আসিলে ডাক যাইতে হবে ভাই, পুন্যের ভাগ বেশী হওয়া চাই। আজ তুমি দুনিয়াদারী নিয়ে, দম গেলে আসিবে বিপদ।বৌ, ছেলে, ভাই-বোন হিসেবFull Lyrics
প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।কিছু প্রেম দুরে সরিয়ে দেয়, দুর থেকে শুধু ভালোবেসে যায়।প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়। তোমার যোগ্যFull Lyrics
আজ এই গিটার, এই গানতোমাদের ভালোবাসার প্রেরণায়।কতদিন দরে, কত রাত, তিলে তিলে গড়া আমার এই সাধনায়। থেমে যাব বলে তো আসিনি,ভেঙে যাব বলে জোয়ারে ভাসিনি।মার মুখ থেকে গান শুনে শুনে,গিটারেরFull Lyrics
খুব বেশি জানতে ইচ্ছে করে, আমি চলে গেলে কি নিয়ে তুমি থাকবে?বড় বেশি জানতে ইচ্ছে করে, ভুলে যাবে নাকি আমায় মনে রাখবে?বৃষ্টি ভেজা কোনো দুপুরে, ভেবে কি তুমি কাঁদবেনা?জোছনা ধোয়াFull Lyrics
তুমি জানলে না,আমার হাসির আড়ালে,কত যন্ত্রনা, কত বেদনা, কত যে দুঃখ বুনা।তুমি জানলে না,আমার হাসির আড়ালে,কত যন্ত্রনা, কত বেদনা, কত যে দুঃখ বুনা। পাহাড়ের কান্নাকে ঝরনা সবাই বলে।সেই ঝরনা ধারায়Full Lyrics
আরো গভীরে যদি যেতে আমার প্রতি ভাবনায়।আবেগী খেলা খেলেছে কে?জীবন নিয়ে আমার।পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়।উপহাস করনা নিয়ে হৃদয়। দেবদাস বলনা আমায়।দেবদাস বলনা আমায়। তানপুরা টা বাজেনা সুরে,এ জীবন সে তোFull Lyrics
এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়,এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়,আর এক পুরুষ এসে দেখে, খাওয়ার কিছু নাই।আমার তিন পুরুষ, তিন পুরুষ, আমার তিন পুরুষ। এক পুরুষে গড়েFull Lyrics
আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো নাএ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনাপৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে নাপৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না কান্নায় লাভ নেই,Full Lyrics
ঐ ওপারের ডাক এসে গেছে,শেষ খেঁয়া বুঝি হবে পাড়ি দিতে।তুমি আসনি অভিমানী এই মনে,অভিমান ভেঙে কোনো খোঁজ নিতে। তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধিতে।সেই সৌরব মাটি পাবে সব,কিছু পারব নাFull Lyrics
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীরজলে ভেজা কবিতায়,আছো সারোয়ার্দী, শেরেবাংলাভাসানীর শেষ ইচ্ছায়।তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলাজ্বালাময়ী সে ভাষণ,তুমি ধানের শীষে মিশে থাকাশহীদ জিয়ার স্বপন। তুমি ছেলেহারা মা, জাহানারা ইমামেরএকাক্তরের দিনগুলি,তুমি জসিম উদ্দীনেরFull Lyrics