পালাচ্ছি আবারসিঁড়িবেয়ে উঠি বারে বারজোনাকির ছাদে ওহো…আমাদের খবর, ও.. জমেছে জবরভীষণ আহ্লাদে ও..দেখো পাড়ি দেবে কিনা ও..মেঘের গাড়ি নেবে কিনাও.. ও…এ মলাট, এ রাজ্যপাট, ছেড়ে দাও,এ প্রহর এ অবসর, কেড়েFull Lyrics

ধরিয়ে দে, দে রে পেয়ালামায়া গরল, কি রে ঢাল সুখেজুড়িয়ে দি, জুড়াই জ্বালাসরিয়ে দি, এই ভারবুকেবাজিয়ে যা, ওরে ও খ্যাপা ও..চালিয়ে যা, বলি ও খ্যাপাহরি রে, মরি রে, মেরে দেমেরেFull Lyrics

মাখো, মাখো, মাখো গো লাল,ডাকো, ডাকো রাজার দুলালসিরি, সিরি, সিরি দলেসিধে সিধে যাবি চলে।কি মায়া, মায়া…হো.. আপদী কলঙ্ক জ্বালিয়ে পুড়িয়ে দেও রাধে রাধে, দে রে মা দে গুড়িয়ে দে,ও রাধেFull Lyrics

আমাকে নাওআমাকে নাওআগুনে নাওফাগুনে নাওঢেউয়ে ঢেউয়ে নাও, নাও নাওনাও দুহাত ভরে নাও প্রথম ভুলপ্রথম রাগআলগোছে গোপন দাগনাও প্রথম ছোঁয়া নাও, নাও নাওনাও দুচোখ ভরে নাও তুমি তাকালেই হয়ে যাই বোকাভীতুFull Lyrics

পায়ে পায়ে বেগ, ভালোবাসা মেঘছুঁয়ে দিক, ছুঁয়ে দিক,আসমানে চল, তারাদের দলছুঁয়ে দিক, তোকে ছুঁয়ে দিক। বাড়িঘর, ভারী জ্বর, বালিঝড়ে বৈঠা ভাঙে, দেখো উড়ে আসছে গাঙে, মৌমাছিপাল। অল্প আঁচে গল্পগুলো, এইFull Lyrics