জানালা ভরা আকাশ
এই শহরের কত শত অট্টালিকার ফাঁকেআমার জানালা ভরে ছবি হয়ে ঝুলছে আকাশআমি আর এক ফালি নিষ্পাপ চাঁদসারারাত কথা বলে হয়েছি উদাস এখন রাত জেগে জানালায় মাথা রেখেতুমিও কি দেখছো আকাশFull Lyrics
এই শহরের কত শত অট্টালিকার ফাঁকেআমার জানালা ভরে ছবি হয়ে ঝুলছে আকাশআমি আর এক ফালি নিষ্পাপ চাঁদসারারাত কথা বলে হয়েছি উদাস এখন রাত জেগে জানালায় মাথা রেখেতুমিও কি দেখছো আকাশFull Lyrics
সুখেরই পৃথিবীসুখেরই অভিনয়যত আড়ালে রাখোআসলে কেউ সুখী নয় ।। নিজ ভুবনে চির দুখীআসলে কেউ সুখী নয় ।। সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় । তোমার দরজারFull Lyrics
নিস্তব্ধ এই নাগরিক লোকালয়েজীবনের কাছ থেকে সবটুকু পরাজয় মেনে নিয়েএখন আমি কার কাছে যাব। বলে দাও আমার অনেক সুবর্ন ফেরারীঅগোছালো জীবনের পথেদাড়িয়ে থাকবে না কেউবুকে তুলে নিতে আমাকে। এখন আমিFull Lyrics
ট্রেন আসে চলে যায় ট্রেনকোলাহল থেমে গেলেতিনি বসে ভাবেনভেঙ্গে পড়া শরীরে শীর্ণ আঙ্গুলেগুনে গুনে বয়সের হিসেব রাখেন জীবনের শেষ ট্রেন তাকে নিয়ে যেতেকত বাকি আরমধুপুর স্টেশনের সবার প্রিয়বড় বাবু মাষ্টার।।Full Lyrics
আমার একটা নির্ঘুম রাততোমার হাতে তুলে দিলেইবুঝতেই তুমি কষ্ট কাকে বলে আমার নষ্ট হওয়া একটা পলকনিজের চোখে তুলে নিলেইবুঝতেই তুমি কষ্ট কাকে বলে আমার দীর্ঘশ্বাসের একটা স্রোতেতোমার সুখের তরী ভাসালেইবুঝতেইFull Lyrics