বাংলাদেশ (আর্ক / হাসান)
যে মাটির পরতে পরতেসোঁদা গন্ধ বীজ ঘুমিয়ে আছেসবুজরে সারি রাঙ্গানো দোলায়রাখালিয়া সুর মিশে একাকারএ মাটি নয় অন্য মাটিপ্রতীভায় বরেণ্য ঘাঁটিসাধু সন্যাসী পরিজন ভুলেবেঁধেছে স্বনীড় কি মায়াজালেযো মাটির মায়া কিষাণীর ছায়ায়কিFull Lyrics
যে মাটির পরতে পরতেসোঁদা গন্ধ বীজ ঘুমিয়ে আছেসবুজরে সারি রাঙ্গানো দোলায়রাখালিয়া সুর মিশে একাকারএ মাটি নয় অন্য মাটিপ্রতীভায় বরেণ্য ঘাঁটিসাধু সন্যাসী পরিজন ভুলেবেঁধেছে স্বনীড় কি মায়াজালেযো মাটির মায়া কিষাণীর ছায়ায়কিFull Lyrics
এতো চাই তবুও কেন পাইনাঅতটা চাইনি যতটা পাওয়ার নয়আমি আজ বেদনাহতঅতটা পাইওনি যতটা চাওয়ার নয়যদি তা চাইতামফিরে যেতামসেই অতীত জীবনের ভূমিকায়দূর বহুদুরে সুরে সুরেকত অতৃপ্ত তৃপ্তির বাসনায়নতুন করে শুধরে নিতামচাওয়াFull Lyrics
যারেযারে যাহুম নারে যা চাঁদের আলোয় সূর্যের তেজযেমনি যায়না পাওয়াসূর্য কিরণে তপ্ত বিরহেচাঁদের সুরভী হয়না তেমনি পাই এ পৃথিবীটা ঘুরে বন্ধুর হৃদয়জুড়ে স্পষ্ট দু’চোখের দৃষ্টির সীমনাপেছনে রেখেছি ফেলেএখনতো আমি অন্ধFull Lyrics
অভিমানে নয় কিছুটা অভিযোগ নিয়েঅন্যকিছু নয় শুধু তোমাকে শুধাইকতটা এই আমায় আশাহত করেতুমি সুখ খুঁজে পাও আনমনে নীরবেকত অশ্রু বিনিময়ে তোমার অমূল্য হৃদয়ফিরে পাবে চেতনায়কত আত্মত্যাগের বিনিময়েতোমার তিক্ততা অবসাদ হয়েFull Lyrics
হাজারো বছর ধরে চলেছি অন্ধ এক মোহেছুটেছি সূর্যের দিকে একনিষ্ট ধূসরতায়কত বিদ্রোহ করেছি কত রাত কেঁদেছিকত রক্তের আলপনায় জীবন এঁকেছিএ কি অভিশাপ নিয়ে একটি মেয়ে চেয়ে আছে ক্ষুধার জ্বালা নিয়েতাকেFull Lyrics
কোন এক ও ক্ষণেতোমারই বিহনেআমারই প্রতিশ্রুতিরুদ্ধশ্বাসে অপরুপা বেশেছুটেছিলে লাজে অতি মেহেদী রাঙ্গানো হাত দুটি হাতেআলতো আলতা নুপুরের সাজেলাল টুক টুক শাড়ির আঁচলমমতার পাড় ছুঁয়ে যায়বাঁকানো ঠোঁটের আঁকানো হাসিজাগিয়ে নেশার জ্যোতিFull Lyrics