গানের নামতাকে যত তাড়াই দূরে দূরে
TitleTakey Joto Tarai Durey
SingerLagnajita Chakraborty
Rate this Lyric

তাকে যত তাড়াই দূরে দূরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে,
থাকি আমি ভয়ে দূরে দূরে
যদি সে গেয়ে ওঠে অন্য কোন সুরে।

আজকাল বা পরশু
যদি সে এসে দাঁড়ায়,
ছায়ার মতো আমার ছায়ায়।

ছায়ারও ছায়াতে সে অন্য জন
ভরদুপুরে একলা রাতে অন্য মন।

সে অবুঝ খেয়ালি
সে ভীষণ একাকী,
আবেগ সবই তার তো ফাঁকি।

এখনো ভাবে সে, ফুটবে পলাশ
ডাকবে কোকিল, বিছানায় সে ফিরবে পাশ।

তাকে যত তাড়াই দূরে দূরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে,
থাকি আমি ভয়ে দূরে দূরে
যদি সে গেয়ে ওঠে অন্য কোন সুরে।

Explore more tracks by Lagnajita Chakraborty

TrackLyricist
অন্য বসন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *