ঘরবাড়ি
ভেঙেচুরে যায় আমাদের ঘরবাড়িজং ধরে যায় আমাদের তরবারিযত ভাবি আলগোছে জল খেতে পাবোজামা ভিজে যায়, আর কত দূর যাবো?ভেঙেচুরে যায় আমাদের ঘরবাড়িজং ধরে যায় আমাদের তরবারিযত ভাবি আলগোছে জল খেতেFull Lyrics
ভেঙেচুরে যায় আমাদের ঘরবাড়িজং ধরে যায় আমাদের তরবারিযত ভাবি আলগোছে জল খেতে পাবোজামা ভিজে যায়, আর কত দূর যাবো?ভেঙেচুরে যায় আমাদের ঘরবাড়িজং ধরে যায় আমাদের তরবারিযত ভাবি আলগোছে জল খেতেFull Lyrics
ভালোবেসে যদি ধরে থাকো মুঠোছাড়তে পারবে না,ভালোবাসা যদি দিয়ে থাকো তাকেকাড়তে পারবে না,এ শহরে যত ফুল ফুটেছেসব একদিন ঝরে যাবে,প্রেমিকেরা তবু বান্দা নাছোড়সে কাব্যই করে যাবে .. ওরে ছন্নছাড়া মনতোরFull Lyrics
আমাদের কথা গুলোএই দেখোনা মিলে গেল,আমাদের ব্যথা গুলোকোথায় মিলিয়ে গেল। না না নানা না না.. আমাদের কথাগুলোএই দেখোনা মিলে গেল,আমাদের ব্যথাগুলোকোথায় মিলিয়ে গেল। অযথাই, আবেশেতোমাকে ভালো না বেসে,খামোখাই, ফিরে যাইতোমারইFull Lyrics
কেন রোদের মতো হাসলে নাআমায় ভালোবাসলে না,আমার কাছে দিন ফুরালেও আসলে না।এই মন কেমনের জন্মদিনচুপ করে থাকা কঠিন,তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারইদূরে গেলেও এটাই সত্যিFull Lyrics
পালাচ্ছি আবারসিঁড়িবেয়ে উঠি বারে বারজোনাকির ছাদে ওহো…আমাদের খবর, ও.. জমেছে জবরভীষণ আহ্লাদে ও..দেখো পাড়ি দেবে কিনা ও..মেঘের গাড়ি নেবে কিনাও.. ও…এ মলাট, এ রাজ্যপাট, ছেড়ে দাও,এ প্রহর এ অবসর, কেড়েFull Lyrics
ধরিয়ে দে, দে রে পেয়ালামায়া গরল, কি রে ঢাল সুখেজুড়িয়ে দি, জুড়াই জ্বালাসরিয়ে দি, এই ভারবুকেবাজিয়ে যা, ওরে ও খ্যাপা ও..চালিয়ে যা, বলি ও খ্যাপাহরি রে, মরি রে, মেরে দেমেরেFull Lyrics
মাখো, মাখো, মাখো গো লাল,ডাকো, ডাকো রাজার দুলালসিরি, সিরি, সিরি দলেসিধে সিধে যাবি চলে।কি মায়া, মায়া…হো.. আপদী কলঙ্ক জ্বালিয়ে পুড়িয়ে দেও রাধে রাধে, দে রে মা দে গুড়িয়ে দে,ও রাধেFull Lyrics
আমাকে নাওআমাকে নাওআগুনে নাওফাগুনে নাওঢেউয়ে ঢেউয়ে নাও, নাও নাওনাও দুহাত ভরে নাও প্রথম ভুলপ্রথম রাগআলগোছে গোপন দাগনাও প্রথম ছোঁয়া নাও, নাও নাওনাও দুচোখ ভরে নাও তুমি তাকালেই হয়ে যাই বোকাভীতুFull Lyrics
পায়ে পায়ে বেগ, ভালোবাসা মেঘছুঁয়ে দিক, ছুঁয়ে দিক,আসমানে চল, তারাদের দলছুঁয়ে দিক, তোকে ছুঁয়ে দিক। বাড়িঘর, ভারী জ্বর, বালিঝড়ে বৈঠা ভাঙে, দেখো উড়ে আসছে গাঙে, মৌমাছিপাল। অল্প আঁচে গল্পগুলো, এইFull Lyrics
ওরে মন, তুই হারিয়ে গেলি,কি যে পেলি হাত বাড়িয়ে?আআআ…আমি ভুল, ভুল তুমিও, তুমি রোজ বদলে যাও।আমি নেই, নেই তুমিও, শব্দগুলো থেকে যায়। একবার তাকাও ফিরে, যদি আমায় ছুঁতে চাও।আবার ফিরতেFull Lyrics