গাড়ি গড়াতে যেমন চাকা লাগেগাড়ি গড়াতে যেমন চাকা লাগে,চাকা লাগে,কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগেকলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে।যতই ভর ততই পকেট ফাঁকা লাগেযতই ভর ততই পকেট ফাঁকা লাগে,ফাঁকাFull Lyrics

আমি বেমানানকেন থাকবো যুক্তি দাও,যদি ভালোবাসো আমায় মুক্তি দাওযদি ভালোবাসো আমায় মুক্তি দাও। আমার শিকড় হাজার ঝড়েহাল ছেড়েছে মাটি,মালির জমি কম পড়েছেকাঠুরিয়া ডাকি। ইচ্ছেরা খড়-খড়েছড়ে গেছে মন,কাছের মানুষ হাজার তবুহাতেFull Lyrics

শিরায় ছোটে ট্র্যাফিক, সারারাত্রিব্যাপীতবু তোমার আসতে এত দেরি,হিংসে আতসবাজি, সময় বড্ড ফাজিলরক্ত দেখে বলে ব্লাডি মেরি। শরীর ভাঙে জলে, লিটল ম্যাগের স্টলেআদর ভাঙে নরম টিরামিসু,বিষাদ ফিরি করে, একলা ফেরে ঘরেলোকেFull Lyrics

টোকা দিলে ভেঙে যাবে সব নীরবতাসব অসুখ সেরে যাবে মুখোমুখি হলে,আমাকে ভাবায় তবু একটাই কথাদুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে। এ শহরে নাম নেই ঠিকানার কোনওযে যার জানলা নিয়ে ভাগFull Lyrics

টোকা দিলে ভেঙে যাবে সব নীরবতাসব অসুখ সেরে যাবে মুখোমুখি হলে,আমাকে ভাবায় তবু একটাই কথাদুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে। এ শহরে নাম নেই ঠিকানার কোনওযে যার জানলা নিয়ে ভাগFull Lyrics