গানের নামঅনেক দিন পর
TitleOnek Din Por
SingerAnjan Dutt, Kabir Suman
LyricistKabir Suman
4/5 - (9 votes)

অনেক দিন পর আবার চেনা মুখ
বন্ধু কী খবর, মুহূর্ত বলুক,
অনেকদিন পর আবার চেনা মুখ
বন্ধু কী খবর, মুহূর্ত বলুক।

মুহূর্তের টান, মুহূর্তে শরৎ
নতুন এই গান, মুসাফিরের পথ,
মুহূর্তের টান, মুহূর্তে শরৎ
নতুন এই গান, মুসাফিরের পথ।

শরৎ আসে যায়, মেঘের ফাঁকে নীল
এই শহরটায় অতিথি গাঙচিল,
শরৎ আসে যায়, মেঘের ফাঁকে নীল
এই শহরটায় অতিথি গাঙচিল।

অতিথি ভালোবাসা হাওয়ায় তোলে সুর
আবার ফিরে আসা, আবার ভরপুর,
অতিথি ভালোবাসা হাওয়ায় তোলে সুর
আবার ফিরে আসা, আবার ভরপুর।

কেমন আছো বলো, বন্ধু কী খবর?
আবার গাই চলো, অনেক দিন পর
কেমন আছো বলো, বন্ধু, কী খবর?
আবার গাই চলো, অনেক দিন পর।

Explore more tracks by Anjan Dutt

TrackLyricist
বড়দিনAnjan Dutt
পুরোনো চাঁদAnjan Dutt
ম্যারী এ্যানAnjan Dutt
২৪৪১১৩৯Anjan Dutt
আমি বৃষ্টি দেখেছিAnjan Dutt
ভালোবাসি তোমায়Anjan Dutt
রঞ্জনাAnjan Dutt
একদিন বৃষ্টিতে বিকেলেAnjan Dutt
শুনতে কি চাওAnjan Dutt
আকাশ ভরা সূর্য তাঁরাAnjan Dutt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *