রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে পুরে,
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু, বন্ধু ভুলি তোরে।
কেউ দেখেনি, কেউ দেখেনি
আমার চোখে জল
তুইতো প্রথম বলেছিলি
কষ্টে ভাসে জল।
কেউ চোঁয়নি আমার বুকের ব্যথা
আরে তুইতো প্রথম চোঁয়েছিলি
দিয়ে মুখের কথা।
গানের নাম | রাখেনি আমায় কেউ |
Title | Rakheni Amay Keu |
Singer | James, Nagar Baul |
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে পুরে,
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু, বন্ধু ভুলি তোরে।
কেউ দেখেনি, কেউ দেখেনি
আমার চোখে জল
তুইতো প্রথম বলেছিলি
কষ্টে ভাসে জল।
কেউ চোঁয়নি আমার বুকের ব্যথা
আরে তুইতো প্রথম চোঁয়েছিলি
দিয়ে মুখের কথা।
Track | Lyricist |
---|---|
জীবনটা সিগারেটের ছাই | |
তুমি জানলে না | Prince Mahmud |
দেবদাস | Prince Mahmud |
এক নদী যমুনা | Prince Mahmud |
দুখিনী | |
জিকির | |
যদি কখনো ভুল হয়ে যায় | |
বাবা | |
জানালা ভরা আকাশ | Latiful Islam Shibli |
সমাধি | Prince Mahmud |