আর কোন হৃদয় ভেঙ্গে
তুমি পার হও যদি জীবনের নদী,
দেখতে পাবেনা তীরে তার ভরে আছে….
পাড় ভাঙ্গা কান্না
উদ্ভ্রান্ত ফেরারী অনন্ত….
তুমিহীন কেটে যাবে এ জীবন
একাকী জীবন….
কিছু না কিছু তো তবু পড়বে স্মরণ।
শংখচিলের মত তুমি নীল আকাশে
দেখতে পাবেনা বিরহ শিশির লুকানো বাতাসে কত যে জীবন্ত।
ভুল করে মন যদি কাছে পেতে চায় আবার…
মনকে বোঝাবো তুমি নেই যে আমার।
যেন সুখে থাক আজীবন
থাকবো আমিও স্মৃতিতে মগন
কেন জানি মন মানেনা বাঁধন…
আর কোন হৃদয় ভেঙ্গে
তুমি পার হও যদি জীবনের নদী,
দেখতে পাবেনা তীরে তার ভরে আছে….
পাড় ভাঙ্গা কান্না
উদ্ভ্রান্ত ফেরারী অনন্ত….