ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু!
যদি ফুল ফিরিয়ে দাও-
তবে দিতে পারি তোমায়
এই দু’চোখের ভরে ওঠা জলধারা।
যদি তুমি না আসো এ হৃদয় গহীনে
নিঃশ্বাসে লাভ কি?
বাঁচা কোন কারণে!
দেরি নয় দেরি নয়, সুন্দরীতমা
চিৎকার করে বল
ভাল নেই তুমি ছাড়া।
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু!
যদি ফুল ফিরিয়ে দাও-
তবে দিতে পারি তোমায়
এই দু’চোখের ভরে ওঠা জলধারা।
শুধু তোমার সম্মতিতে
পৃথিবী আমার হাসে,
বুঝবে সে জন শুধু
যে মানুষ ভালবাসে!
দেরি নয় দেরি নয়, সুন্দরীতমা
চিৎকার করে বল
ভাল নেই তুমি ছাড়া।
ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু!
যদি ফুল ফিরিয়ে দাও-
তবে দিতে পারি তোমায়
এই দু’চোখের ভর উঠা জলধারা।
ফুল নেবে না অশ্রূ নেবে বন্ধু!