কার কাছে যাবো, কার কাছে যাই
ভালবাসার আবহাওয়া ভাল নাই
কার কাছে পাব কার কাছে পাই
ভালবাসার একটা বিশাল খনি চাই
মানুষের মনে এখন যন্ত্রণা বোঝাই
নাই নাই নাই দেশে ভালবাসা নাই।।
সেই খনির মুজর হব বিনে পয়সার
ভেঙ্গে তারে আনবো তোমার মনের দরজার
ধুয়ে দেব ধুয়ে দেব বুকের ব্যথা
প্রাণ খুলে বলবে তুমি আশার কথা।।
কপালেতে ভাজের রেখা উঠে যাবে
যখন তুমি ভালবাসার মানুষ পাবে
শনির জায়গায় আসবে বৃহস্পতি
লাভের খাতা পূর্ণ হবে কমবে ক্ষতি।।