কাঁদো, আরো কেঁদে কেঁদে হালকা হও
তুমি, হাসো, প্রাণ খুলে হেসে ভেসে যাও,
তুমি।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।
জীবনটা সিগারেটের ছাই,
ছোক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।
তোমার বুকের পাশে অনেক দিনের ব্যথা,
পারছনা বলতে কাউকে আপন ভেবে তা।
তোমার বুকের পাশে অনেক দিনের ব্যথা,
বলবে এবার কাউকে আপন ভেবে তা।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।
জীবনটা সিগারেটের ছাই,
ছোক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।
তোমার চোখের তারায় বিপন্ন স্বপ্ন ঘুমায়
জাগাও তাকে আশার বাণীতে কিসে ভয়।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।
জীবনটা সিগারেটের ছাই,
ছোঁক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।
কাঁদো, আরো কেঁদে কেঁদে হালকা হও
তুমি, হাসো, প্রাণ খুলে হেসে ভেসে যাও,
তুমি।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।
জীবনটা সিগারেটের ছাই,
ছোক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।