তুই থাকিস কথার অপেক্ষায়
আমি থাকি একা কবিতায়,
ভালো থাকার আভিনয় খুব কঠিন
অভিমান আমার ছুটি চায়।
গাই মিথ্যে প্রেমের গান
খুঁজি সত্যি তোমাকে,
এই এত ব্যবধান যাও পেরিয়ে।
এই মৃত সুরে প্রাণ, এনে দাও আমাকে,
তোমার দেওয়া পিছুটানে যাই হারিয়ে…
তোমায় আজ না পেলে
আমার কি বা এসে যায়,
তোমাকে আড়ালে এই গান ভালোবেসে যায়।
ভাল থাকার আভিনয় খুব কঠিন
অভিমান আমার ছুটি চায়।
গাই মিথ্যে প্রেমের গান
খুঁজি সত্যি তোমাকে,
এই এত ব্যবধান যাও পেরিয়ে।
এই মৃত সুরে প্রাণ, এনে দাও আমাকে,
তোমার দেওয়া পিছুটানে যাই হারিয়ে…