ওরে মন, তুই হারিয়ে গেলি,
কি যে পেলি হাত বাড়িয়ে?
আআআ…
আমি ভুল, ভুল তুমিও, তুমি রোজ বদলে যাও।
আমি নেই, নেই তুমিও, শব্দগুলো থেকে যায়।
একবার তাকাও ফিরে, যদি আমায় ছুঁতে চাও।
আবার ফিরতে চাই, যাবো কোথায় বলে দাও।
আআআ… ওওও…
আমি চুপ, চুপ তুমিও, শব্দ গুলো খুজে যাই,
আমি পোড়াই, তুমিও পোড়ো, স্বপ্নগুলো হবে ছাই।
একবার তাকাও ফিরে, যদি আমায় ছুঁতে চাও।
আবার ফিরতে চাই, যাবো কোথায় বলে দাও।
ওওও… ওওও…